আমাদের অনেকেই একাধিক কারনে ক্লান্ত হয়ে পরি। ক্লান্তির প্রভাব পড়ে সরাসরি ত্বকের উপর। তাছাড়া নানা ধরনের প্রসাধনের কেমিক্যাল ও দূষণের সঙ্গেও আমাদের প্রতি দিন লড়াই করতে হচ্ছে। এর ফলে চামড়ার উজ্জ্বলতা দিন দিন কমে আসছে। তাই বলে আমরা তন্বীরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না।
আমি একটা টনিক বা লোশন যাই বলি ঘরে বানিয়ে ব্যবহার করি। ক্লান্ত ত্বকের জন্য এটি একদম জাদুর মতো কাজ করে।
এই রেসিপি ক্লান্ত ত্বকের জন্য একটি দারুন ফলদায়ী। টনিক টি তৈরি করতে আপনি প্রয়োজন হবে:
১. তরমুজ এর ৫-৬ টুকরা
২. পরিষ্কার বড় ২ চামচ জল
৩. বড় এক চামচ ভদকা (এটা লোমকূপের ছিদ্রকে সঙ্কুচিত করতে সাহায্য করে)
তরমুজ, জল, ভদকা এক সঙ্গে মিশিয়ে নিন। আপনার মুখ এবং ঘাড় উপর, একটি তুলো প্যাড দিয়ে টনিক লোশন প্রয়োগ করে প্রায় ১০ মিনিট জন্য এটি ছেড়ে দিন। পরে উষ্ণ গরম জল দিয়ে এটি ধুয়ে পরিষ্কার করে নিন।
take care
আপনি আপনার মতামত Facebook এও দিতে পারেন।