লকডাউনেও ফাদার্স ডে তে, বাবা’কে চমকে দিতে পারেন এই কয়েকটি সারপ্রাইজ দিয়ে

লকডাউনেও ফাদার্স ডে তে, বাবা’কে চমকে দিতে পারেন এই কয়েকটি সারপ্রাইজ দিয়ে

লিখছেন প্রিয়াঙ্কা চক্রবর্তী 

সামনেই ফাদার্স ডে, ২১-এ জুলাই, মনে আছে তো? নাকি লোকডাউন এর ফল এ সেটা আর মাথায় ছিল না? তারিখ তা যদি মনে নাও থাকে, খুব একটা আশ্চর্য হবো না আমি৷৷ কোভিড - ১৯ এর ফলে অনেক কিছুই এখন  ওলোট পালট হয়ে যাচ্ছে। কোনটা যে সোমবার আর কোনটা রবিবার, সেটাও আমরা অনেকেই গুলিয়ে ফেলছি৷ কিন্তু এবার যখন আমি আপনাদের মনে করিয়েই দিলাম যে সামনেই  ফাদার্স ডে, তাহলে ঝটপট  প্ল্যান তা করা যাক, এই লোকডাউনে মধ্যেই কিভাবে চমকটা দেবেন নিজের বাবাকে, তাই না?



যেহুতু এখন বাড়ির বাইরে না যাওয়াই ভালো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ৫ টা এমন উপায় যাতে বাড়িতেই  ফাদার্স ডে টা ভালো ভাবে মানাতে পারবেন আপনি৷ আর যদি আপনি বাড়ির বাইরে থাকেন, দূরে কোথাও, সেক্ষেত্রেও কিছু আইডিয়া দেবো  যাতে ফাদার্স ডে-এর উদযাপোনে কোনো কমতি না থাকে৷ 
দেখে নিন সেই দারুন আইডিয়াগুলো:
  • দিনের শুরু তা ভালো হলে বাকিটাও ভালো কাটে তাই না? কাজেই, সকাল সকাল, একটু বাড়ির সক্কলের আগে উঠে, বাবার জন্যে এই স্পেশাল দিনে বানিয়ে ফেলুন তার সবচেয়ে পছন্দের জল খাবারটি৷ আগে থেকে এই জলখাবার বানানোর জিনিস গুলো জোগাড় করে রাখুন, ব্যাস, আর কি চাই!! সকাল সকাল মন ভালো হয়ে যাবে বাবার। এতে যে শুধু বাবার মন ভালো হবে তা না, এই সারপ্রাইজ ভালো লাগবে বাড়ির সক্কলের৷
  • আপনি কি বাড়ি থেকে দূরে থাকেন? তাহলে এই ফাদার্স ডে উপলক্ষে করে নিন একটা বিশেষ ভিডিও কল৷ বিশেষ বলতে তাতে অ্যাড করুন বাড়ির সবাইকে এবং সঙ্গে অ্যাড করুন বাবার সবচেয়ে প্রিয় বন্ধুটিকে৷ দেখবেন মন খুশি হয়ে যাবে একদম এই চমকটা পেয়ে!

  • এই লোকডাউনে আপনি যেমন বিউটি পার্লারে না যেতে পেরে মন খারাপ করছেন, সেইরকম বাবাও কিন্তু সেলুন যেতে পারছে না৷ কাজেই এই বিশেষ দিনে বাবাকে দিনে ঘরে বসে স্পা ট্রিটমেন্ট৷ ভাবছেন কিভাবে দেবেন? বাবার মাথা এ ভালো করে মালিশ করে দিনে, হাত-পা এ মেসাজ, মুখে ক্রিম লাগিয়ে ভালো করে মালিশ করে দিন, তাহলেই দেখবেন বাবা বিশাল খুশি হবে, এবং বেশ শরীরটা ঝড়ঝড়েও লাগবে!  



  • আপনার বাবা কি সিনেমা দেখতে ভালোবাসেন? যদি ভালো বসেন, তাহলে ওনাকে দেখান ওনার সবচেয়ে প্রিয় সিনেমা টা৷ আর একদম আসল সিনেমা হালের মতো ভাবনাটা আনার জন্য সাজিয়ে রাখুন পপকর্ন আর কোল্ডড্রিঙ্কস !

  • Indoor গেমস, জিনিসটা আজকাল যেন আমাদের জীবন থেকে প্রায় মুছেই গেছে৷ কেন না, ফাদার্স ডে উপলক্ষে হয়ে যাক সেটা একবার? বাড়ির সক্কলকে একজোট করে Indoor গেমস খেলার মজা টাও উপভোগ হবে, আর ভালো করে ফাদার্স ডে-ও পালন হবে৷ আর যদি আপনি বাড়ির থেকে দূরে থাকেন, তাহলেও সেটার উপায় আছে, ভার্চুয়ালি যুক্ত হয়ে যান কোনো একটা সবার প্রিয় অনলাইন Indoor গেমে৷ 




বাবার জন্যে কাস্টোমাইজেড জামা, বা তার পছন্দের কেক অর্ডার করে চমক দাওয়া তো হয়েই থাকে, এবার লোকডাউনের জন্য অন্য কিছু করা যেতেই পারে তাই না? বাবা, আমাদের জন্যে কত কিছুই না করে থাকেন, একটা দিন না হয় আমরা তাঁর  জন্যে অন্যরকম কিছু করে তার মুখে হাসি ফোটালাম...
সবচেয়ে বড় কথা হলো, ভালোবাসা প্রকাশ করার জন্যে কিন্তু সবসময় দামি উপহারের দরকার পরেনা।  অনেক সামান্য কিছু করেও, সাধারণ জিনিস দিয়েও ভালোবাসা প্রকাশ করা যায়... এবারের লোকডাউন স্পেশাল   ফাদার্স ডে তে না হয় সে রকম কিছুই হয় যাক! কমেন্ট করে জানান। কেমন লাগলো আমাদের এই ভিন্ন স্বাদের কিছু ফাদার্স ডে স্পেশল সারপ্রাইজ আইডিয়া। আপনাদের যদি কোন নতুন বা অন্য রকম কোন আইডিয়া থাকে তাহলে শেয়ার করে নিতে পারেন আমাদের সঙ্গে। 
বাবার জন্য অনলাইন থেকে উপহার পেয়ে যাবেন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ