৩০ টি ব্যালকনি বাগানের আইডিয়া

                                                             
এমনটা আমাদের সবারই মনে হয় যে ঘরের মধ্যে একটা জায়গা থাকুক যেখানে আপনি রিলাক্স বা আরাম অনুভব করছেন। বাড়িতে এক রকম জায়গা থাকা সত্যিই গুরুত্বপূর্ণ।আপনার ব্যস্ত দিনের কাজ শেষ করে, হাতে চায়ের কাপ নিয়ে প্রিয় মানুষটির সঙ্গে ব্যালকনিতে বসে গল্প করতে নিশ্চয় ভালো লাগে। ফ্ল্যাট বাড়িতে এর থেকে ভালো রিলাক্স করার জায়গা হয় তো আর নেই। তার উপর এই ব্যালকনিতে যদি ছোট্ট সাজানো বাগান থাকে ? তাহলে তো সেই  বাগান কেই মনে হবে একেবারে স্বর্গোদ্যান

বাগান নিয়ে প্রায় সব মানুষেরই একটা ভালো লাগার ব্যাপার আছে। কিন্তু ছোট ফ্ল্যাট বাড়িতে বাগানের স্বপ্ন যেন অলিক কল্পনা। তবে যারা বাগানের সৌখিন তাঁরা কিন্তু ব্যালকনিকে দিব্যি কাজে লাগাতে পারেন। ছোট ফ্ল্যাট হলেও অসুবিধা নেই। ব্যালকনিতে খানিক জায়গা বের করতে পারলেই হবে। ব্যালকনি ছোট হলে সিলিং থেকেও গাছ ঝুলিয়ে দিতে পারেন। আপনি আপনার বারান্দার ফুলের সঙ্গে সুদৃশ্য টব বা ঘট দিয়ে সাজাতে পারেন। ব্যালকনিতে ছোট করে একটা বসার যায়গার আয়োজন করতে পারেন। তার সঙ্গে রাখতে পারেন বিভিন্ন রঙের কুশন। ব্যালকনির মেঝেতে বিছিয়ে দিতে পারেন মাদুর বা ছোট ছোট বিভিন্ন রঙের পাথর। রাতেও ব্যালকনি উপভোগ করা যায় তার জন্য মোমবাতি রাখতে পারেন। গাছের মধ্যে জড়িয়ে দিতে পারেন ছোট ছোট লাইট। দিনে বা রাতে যে কোন সময় উপভোগ করার জন্য যে আরামদায়ক জায়গাটি হবে তা আপনার এই ছোট বাগানটিই। আপনাদের আরও অনুপ্রাণিত করার জন্য খুঁজে আনলাম ৩০টি ব্যালকনি বাগানের আইডিয়া। আশা করি এই   ধারনা থেকে আপনিও আপনার ব্যালকনিতে একটি বাগান  তৈরি করবেন। কেমন লাগলো আজকের পোস্টটি জানাবেন।





Follow Me on Pinterest




























Facebook এর আমাদের সঙ্গে থাকুন।