ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে ঘরোয়া ফ্রুট ফেসমাস্ক রেসিপি


অফিস-কাছারিস্কুল-কলেজপড়ার চাপ এতকিছুর মধ্যে সময় কই রূপ চর্চা করার আবার বাড়ি ফিতে গিয়ে ট্র্যাফিক জ্যামে আটকে পরাপলিউশন সব কিছু মিলিয়ে চেহার বারোটা বেজে যায়। ভালো হয় খুব সহজ একটা ফেসপ্যাক যা বানতে সময়ের দরকারও তো নেই ঝালেমাও নেই। আর ইনস্ট্যান্ট গ্লোও আসবে ত্বকে। এই ইনস্ট্যান্ট গ্লোও আনার জন্য ব্যবহার করুন স্ট্রবেরি ফেস প্যাক। আমার ডায়াটে এখন আমি রোজ স্ট্রবেরি রাখি। এই সময় বাজারে স্ট্রবেরি সহজ লভ্য। স্ট্রবেরি স্বাস্থ্যর জন্য যেমন ভালো তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায়। ফলে নিয়মিত স্ট্রবেরী খেলে ত্বকের নানা সমস্যা দূর হয়। স্ট্রবেরিতে আছে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের জন্য উপকারী

এখন আসি ফেস প্যাকে। আমি আজ যে প্যাকটি সেয়ার করছি সেটি ত্বকে পুষ্টি যোগাতেত্বকউজ্জ্বল করতে এবং ব্রণ সারাতে সাহায্য করবে। একমন কি ত্বকের যৌবন ধরে রাখতেও সাহায্য করবে এই প্যাক

কি কি লাগবে



টা স্ট্রবেরি 

চামচ মধু


পদ্ধতি

প্রথমে স্ট্রবেরি টি ভালো করে পেস্ট করে নিন। এবার এতে এক চামচ মধু যোগ করুন এবং আবার ভালো করে মিশিয়ে নিন

কি ভাবে লাগাবেন

জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। পরিষ্কার মুখে এবার মিশ্রণটি লাগিয়ে নিন। ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। স্ট্রবেরিতে আছে স্যালিসাইলিক এসিড যা ত্বকের মৃত কোষ দূর করে এবং রোমকূপ গুলোকে সংকুচিত করে। ফলে ব্রণের উপদ্রব কমে যায়



এই প্যাকটি রোজ ব্যবহার করা যাবে এবং সব ধরনের ত্বকেও এটি লাগানো যাবে। কেমন লাগলো আজকের টিপস অবশ্যই কমেন্ট করে জানাবেন

লেখাটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।