প্রতিদিনের ত্বকের যত্নে ত্বকে ময়েশ্চারাইজ রাখা একটি গুরুত্বপূর্ন
স্টেপ। ময়েশ্চারাইজার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। ত্বকের ধরন যাই হোক না কেন ময়েশ্চারাইজ ব্যবহার করতে হবে রোজ। আজকের পোস্টে আমি আপনাদের
সঙ্গে সেয়ার করবো কি করে ঘরে ময়েশ্চারাইজার তৈরি করা যায়। এই পর্বে
আমি সব ধরনের ত্বকের জন্য আলাদা আলাদা ময়েশ্চারাইজার তৈরি পদ্ধতি বলবো। তবে আজকের
পোস্ট শুষ্ক ত্বক যাদের, তাদের জন্য।
শুষ্ক ত্বক অন্য যে কোন ত্বকের ধরন থেকে আলাদা। শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার ঘটলে অনেক বেশি নির্জীব দেখায় এবং খুব তাড়াতাড়ি ত্বক তার আর্দ্রতা হারিয়ে ফেলে। এর ফলে মুখের ত্বকে দেখা দেয় শুষ্ক লাইন যাদের আমরা বলিরেখা বলে থাকি। এই হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন ময়েশ্চারাইজার।
শুষ্ক ত্বক অন্য যে কোন ত্বকের ধরন থেকে আলাদা। শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার ঘটলে অনেক বেশি নির্জীব দেখায় এবং খুব তাড়াতাড়ি ত্বক তার আর্দ্রতা হারিয়ে ফেলে। এর ফলে মুখের ত্বকে দেখা দেয় শুষ্ক লাইন যাদের আমরা বলিরেখা বলে থাকি। এই হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন ময়েশ্চারাইজার।
ময়েশ্চারাইজার তৈরি করতে কি কি লাগবে
- ব্রাউন চিনি বা সাদা চিনি (Brown Sugar or White Sugar)
- ফিল্টার জল (Filtered Water)
- ঘৃতকুমারী জেল (Aloe Vera Gel)
- মিষ্টি বাদাম তেল (Sweet Almond Oil)
- সূর্যমুখী তেল (Refined Sunflower oil)
পদ্ধতি
১/৪ কাপ জল একটি পাত্রে নিয়ে কম আঁচে বসিয়ে দিন। জল সামান্য গরম হয়ে এলে এতে ১ চামচ চিনি, ২ চামচ ঘৃতকুমারী জেল এবং ২ চামচ করে মিষ্টি বাদাম তেল ও সূর্যমুখী তেল এতে যোগ করুন। ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত চিনি জলে সম্পূর্ণ দ্রবীভূত হচ্ছে। চিনি সম্পূর্ন জলে মিশে গেলে নামিয়ে নিন। ঠাণ্ডা করে নিয়ে ব্যবহার করুন। প্রথমে একটু চিটচিটে মনে হবে, কিন্তু হালকা মাসাজ করে নিন তাহলে সেই চিটচিটে ভাব চলে যাবে। ময়েশ্চারাইজার সম্পূর্ণভাবে ত্বকের সঙ্গে মিশে গেলে আপনার ত্বক কোমল এবং মসৃণ লাগবে। এটি রাতে ব্যবহার করতে পারেন এবং সকালে ধুয়ে নিন।
১/৪ কাপ জল একটি পাত্রে নিয়ে কম আঁচে বসিয়ে দিন। জল সামান্য গরম হয়ে এলে এতে ১ চামচ চিনি, ২ চামচ ঘৃতকুমারী জেল এবং ২ চামচ করে মিষ্টি বাদাম তেল ও সূর্যমুখী তেল এতে যোগ করুন। ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত চিনি জলে সম্পূর্ণ দ্রবীভূত হচ্ছে। চিনি সম্পূর্ন জলে মিশে গেলে নামিয়ে নিন। ঠাণ্ডা করে নিয়ে ব্যবহার করুন। প্রথমে একটু চিটচিটে মনে হবে, কিন্তু হালকা মাসাজ করে নিন তাহলে সেই চিটচিটে ভাব চলে যাবে। ময়েশ্চারাইজার সম্পূর্ণভাবে ত্বকের সঙ্গে মিশে গেলে আপনার ত্বক কোমল এবং মসৃণ লাগবে। এটি রাতে ব্যবহার করতে পারেন এবং সকালে ধুয়ে নিন।
1 মন্তব্যসমূহ
ত্বক উজ্জল করতে কে না চায়! আপনার এই সকল দারুন টিপসের জন্য ধন্যবাদ। এরকম আরও খুজে পাওয়া যাবে সোস্যাল বাংলা ডট কমে। যেখানে সকলের জন্য রয়েছে অসাধারণ টিপস। সোস্যাল বাংলা
উত্তরমুছুন