মেথির ঔষধি গুন


মেথির ঔষধি গুন ঃ

Example HTML page

  • টাইপওয়ান ডায়াবেটিক ও টাইপ-টু ডায়াবেটিক যাদের, তাদেরকে সুগার নিয়ন্ত্রণে রাখতে  আয়ুর্বেদিকরা  মেথি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
  • সকালে খালি পেটে মেথিদানা চিবিয়ে খেলে ওজন কমাতে সাহায্য করে। 
  • লেবু এবং মধুর সাথে মেথিদানা গুড়া মিশিয়ে খেলে গলা ব্যাথার উপশম হয়।
  • এ্যাসিড ও বুকের জ্বালার সমস্যা যাদের আছে, তাঁরা অবশ্যই প্রতিদিনের খাবারের তালিকায় এক চামচ মেথিদানা রাখুন। মেথিদানা বিভিন্ন এ্যাসিড নিঃসরণ করে এবং বুকের জ্বালা করা কমায়। 
  • মেথি হজমক্রিয়া ভালো ভাবে হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • মেথি চুল পড়া, চুল রুক্ষ এবং চুলের খুসকি মতো সমস্যাগুলি দূর করে। মেথি চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের বিভিন্ন পুষ্টির যোগান দেয়। 
  • মেথি ফোঁড়া, পোড়া এবং বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে বিশেষ উপকার দেয়। ত্বক পরিষ্কার করতে, বিভিন্ন ক্ষত এবং ব্যথা সারাতেও এটি অনেক কার্যকরী ভূমিকা রাখে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ