মেহেদি পাতার ৫টি অসাধারণ ব্যবহার !


চুল প্রাকৃতিকভাবে রং করার জন্য মেহেদি পাতার জুড়ি নেই। এমনকি  এই পাতার রস চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। হাত সাজানো আর চুলের যত্ন ছাড়াও মেহেদি পাতার কিন্তু আরও অনেক  উপকারিতা রয়েছে। যা আজকের পোস্টে আপনাদের সঙ্গে সেয়ার করছি। 

 ১। পায়ের জ্বলাপোড়া রোধ
আপনার যদি এই সমস্যা থাকে তাহলে তাজা মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভিতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারারাত পরে থাকুন। এটি পায়ের জ্বলাপোড়া কমিয়ে দিবে অনেকখানি।
২। মাথাব্যথা হ্রাস করতে
মেহেদি গাছের ফুল পেস্ট করে নিন এবং এটি ভিনেগার এর সঙ্গে মিশিয়ে নিন। ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। 
৩। মুখের ঘা ভাল করতে
মেহেদি পাতা গুঁড়ো জলে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘা দ্রুত ভাল করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে।
৪। টাক পড়া রোধ
সরিষার তেলের সাথে কয়েকটি মেহেদি পাতা দিয়ে জ্বাল দিন। এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন। 
৫। খুশকি দূর করতে
সরিষা তেল এর মধ্যে মেথি, মেহেদি পাতা এক সঙ্গে করে নিন। এটি চুলে ব্যবহার করুন। ১ ঘন্টার পর শ্যাম্পু করে নিন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর। এমন কি এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ