গরমে আরামদায়ক পোশাক

গরমকালে পোশাক বাছাই সম্পর্কে সকলেই একটু সচেতন।  এই সময় কী ধরনের পোশাক পরা উচিত, পোশাকের রং কী হবে, এই বিষয়গুলো কমবেশি সবাইকেই ভাবিয়ে তোলে। গরমের মৌসুমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে সুতির পাশাপাশি লিলেন কাপড়ের তৈরি পোশাক পছন্দের তালিকায় রাখা যেতে পারে। সুতি ও লিনেন কাপড় বাতাস চলাচলে সহায়তা করে ও ঘাম শোষণ করে বলে এই ধরনের পোশাক গরমে ব্যবহার করার যেতে পারে।  খুব বেশি আঁটসাঁট না হয় গরমে ঢিলেঢালা পোশাক পরলেই আরাম পাওয়া যায়। গরমে পরার মতো পোশাকের মধ্যে যেমন মেক্সি ড্রেস, মেক্সি স্কার্ট, মিডিয়াম লেংথের স্কার্ট, প্রিন্টেট জামা , ট্রাউজার্স পরা যেতে পারে।

Similar Dresses buy from here


Similar Maxi Dresses buy from here



Similar Dresses buy from here



Similar Dresses buy from here



Similar Dresses buy from here


এছাড়াও গ্রমকালে ট্রাউজার্স রাখতে পারেন যা আরামদায়ক পোশাক তো বটেই আপনাকে ফ্যাশনেব্লও রাখবে।