কালো এবং শুষ্ক ঠোঁটের সমস্যা দূর করার উপায়


আমাদের মুখের সৌন্দর্যের সবচেয়ে নজরকারা দিকটি হল ঠোঁট  হাসি। কিন্তু এই সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে ঠোঁট  তার চারপাশের কালো দাগের জন্য। এই কালোদাগের কারন ওয়াক্সিং, পিগমেন্টটেশন, সেভিং ইত্যাদি হতে পারে। ঠোঁটের চারপাশের ত্বক কালো হওয়া পেছেনে আরেকটি কারন হতে পারে শুষ্কতা। কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালচে ভাব অনেকাংশেই দূর করা সম্ভব। আজকের ভিডিও তে এমনি একটি সহজ টিপস সেয়ার করলাম আশা করি ভাল লাগবে।  

এই রকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমি তন্বী  চ্যানেল টিকে সাবস্ক্রাইব করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ