সুন্দর স্বাস্থ্যকর চুলের গোপন রহস্য নামীদামী পণ্য ব্যবহার নয় বরং আপনার চুল জন্য বেছে নিতে হবে পারফেক্ট উপাদানটি। বাজারে এমন অনেক ধরনের পণ্য আছে তাদের দাবি আপনার চুলকে স্বাস্থ্যকর এবং নরম চকচকে করে তুলবে। কিন্তু এই সব পণ্য তো আর রাসায়নিক উপাদান মুক্ত নয়। তাই দীর্ঘ দিন ধরে ব্যবহার করলে চুলের ক্ষতি তো হবেই। তাহলে উপায় কি ? উপায়, প্রাকৃতিক উপাদানের দ্বারহস্ত হওয়া। চুলের যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে মধুর ব্যবহার প্রথম আসে।
মধু একটি প্রাকৃতিক কন্ডিশনার এবং মশ্চারাইজার। মধু ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ। তাই এর ব্যবহার চুলকে করে তোলে নরম ও উজ্জ্বল। আপনার চুল পরিচর্চার রুটিনে মধুকে রাখতে পারেন।
যেমন -
নরম চুল পেতে মধু দিয়ে চুল ধুয়ে ফেলুন -
- মগের চতুর্থাংশ উষ্ণ জলের সঙ্গে এক চামচ মধু যোগ করুন
- চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন।
- এবার মধু মেশানো জল স্কাল্প ও চুলে লাগান
চুলের সাইন ট্রিটমেন্ট
কি কি লাগবে
- মধু ১ tbsp
- জলপাই তেল ২ tbsp
জলপাই তেল সঙ্গে মধু যোগ করে এটি চুলে ভালো করে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন।
মধু হেয়ার কন্ডিশনার
- মধু ১/২ tbsp
- কন্ডিশনার 2 tsp
আপনার রেগুলার কন্ডিশনারের সঙ্গে মধু মেশান। মিশ্রণটি হাতে নিয়ে মাথায় মাসাজ করুন এবং আপনার চুলের আগা অব্দি লাগান। ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।
ক্ষতিগ্রস্ত চুলের মাস্ক
কি কি লাগবে
- মধু ১ tbsp
- গরম নারিকেল তেল 3 tbsp
গরম নারিকেল তেল সঙ্গে মধু মেশান। মাস্ক শুষ্ক অথবা আর্দ্র চুল প্রয়োগ করা যেতে পারে। সারা মাথায় ও চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর আপনার নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন।
মধু আপনার চুলের রঙ হালকা এবং এটি প্রাকৃতিক হাইলাইট যোগ করবে পাশাপাশি চুলকে করে তুলবে স্বাস্থ্যকর।
take care