চুলের বিভিন্নরকম সমস্যার মধ্যে একটা হল ডগা ফাটার সমস্যা, মানে SPLIT ENDS,আমরা প্রায় সবাই এই সমস্যায় ভুগি। এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন, চুলের অপুষ্টি, পলিউশন ইত্যাদি। বাড়িতে বসেই এই চুলের ডগা ফাটার সমাধান করার জন্য রইল কিছু টিপ্স।
পাঁকা পেপে
পাঁকা পেপে ডগা ফাটা সমস্যার সমাধানের জন্য খুব উপকারি। পাঁকা পেপের খোসা ও বীজ ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়ে সেটা ভাল করে পেস্ট করে নিন। এর পর এর সঙ্গে ঘরে পাতা টক দই মিশিয়ে ভাল করে মাথায় লাগিয়ে আধঘন্টা রেখে দিন ও শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। পেঁপের পরিবর্তে পাঁকা কলাও ব্যবহার করতে পারো।
মেথি
এক টেবল চামচ মেথি ও এক কাপ অরহড় ডাল কিছুক্ষণ ভিজিয়ে ভাল করে পেস্ট করে নিন । এর পর এর সঙ্গে ঘরে পাতা টক দই মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এই প্যাক স্ক্যাল্পে ও চুলে ভাল করে লাগিয়ে দেড় থেকে দু’ঘন্টা রেখে ভাল করে ধুয়ে নেবেন।
তেল
একটা পাত্রে ২৫০মিলি নারকেল তেলের সঙ্গে দু’টেবল চামচ ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে রেখে দিতে হবে। এর পর এই তেল স্নানের এক ঘন্টা আগে বা রাতে শোওয়ার আগে ভাল করে স্ক্যাল্পে ও পুরো চুলে লাগিয়ে হালকা মাসাজ করবেন। এর পর একটা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখবে ও ভাল করে শ্যাম্পু করে নেবেন।
ডিম
একটা ডিমের কুসুমের সঙ্গে দু’টেবল চামচ অলিভ অয়েল ও এক টেবল চামচ মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে নেবেন। এর পর এই প্যাক ভাল করে চুলে লাগিয়ে আধঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন।
মধু
চুলের ডগা ফাটা স্থানে ২০ মিনিটের জন্য মধু লাগিয়ে রাখুন। তারপর কোন ভালো ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন
আর একটা কথা অবশ্যই মনে রাখব যে, ডগা ফাটা সমাধানের জন্য চুল ট্রিম করে নিতে হবে। প্রতি তিন থেকে চার মাস অন্তর একবার করে চুল ট্রিম করে নেবন।
take care
Facebook এর আমাদের সঙ্গে থাকুন।