আমি আমার ত্বকের যত্নের জন্য সব সময়ই
ঘরে তৈরি সামগ্রী ব্যবহার করি। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন experiment ও করি। আজকেও আমি যে রেসিপি আপমাদের সঙ্গে সেয়ার করছি তা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করবে। এটি বানানো খুব সহজ। শুধু
কিছু সামগ্রী আপনার হাতের কাছে থাকতে হবে।
উপকরণ:
১ কাপ জল
২/৩ Witch hazel ,যে কোনো মেডিসিনের দোকান থেকে কিনতে পারেন
(can purchase at any drug store)
প্লাস্টিক বোতল
এই টোনারটি শুষ্ক থেকে স্বাভাবিক ত্বকের জন্য আর যদি ত্বক তৈলাক্ত তাহলে এতে ২ চামচ অ্যালকোহল মেশাতে হবে।
কি ভাবে ব্যবহার করবেন:
১/ একটি প্লাস্টিকের বোতলে এই সমস্ত উপাদান মিশিয়ে নিতে হবে।
২/ ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নিন।
৩/ আপনার প্রয়োজন মতো একটি তুলোর বলে
টোনার নিয়ে মুখে ও গলায় প্রয়োগ করুন।
৪/ এবার moisturizer লাগিয়ে
নিন।
উপকারিতা:
Witch hazel: মুখের ছিদ্র হ্রাস করে।
লেবুর রস: ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে এবং ত্বককে করে উজ্জ্বল
যাদের মুখে ছোট ছোট ছিদ্র, এবং মুখে কালো কালো দাগ রয়েছে দিনে ও রাতে রোজ ব্যবহার করুন। এই টোনারটি
ত্বককে deep clean করতে সাহায্য করে।
* আপনি যদি এই সম্পর্কে বা ত্বকের যত্ন প্রয়োজন নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না।
take care