প্রথমে আসি সরু ও পাতলা ঠোঁটে কীভাবে লিপস্টিক পরব, সেই প্রসঙ্গে। প্রথমে ঠোঁটের বাইরে একটু চওড়া করে লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে, ঠোঁটের রং-এর সঙ্গে লিপ লাইনারের রং-এর যেন বিরাট ফারাক না থাকে। এতে লিপ লাইন কৃত্রিম নয়, স্বাভাবিক মনে হবে। লিপ লাইনিংয়ের পর ঠোঁটে চ্যাপস্টিক স্টাইলের লিপবাম লাগাব। এর পর স্কিনটোনের সঙ্গে মানানসই রং-এর লিপস্টিক লাগিয়ে নেব। লিপস্টিকের পর লিপ গ্লসের পালা। এবং অবশ্যই তা যেন শাইনি হয়। বাকি অংশের তুলনায় ঠোঁটের মাঝখানে গাঢ় করে গ্লস লাগাতে হবে। এতে ঠোঁট ভরাট লাগে। পাতলা ঠোঁটে কখনওই খুব গাঢ় রং-এর লিপস্টিক বা লিপ লাইনার ব্যবহার করা উচিত নয়। আর লিপস্টিক ও লিপলাইনারের রং এক হওয়া বাঞ্ছনীয়।
ঠোঁট যদি মোটা ও চওড়া হয়, তা হলে ঠোঁটের ভিতরের দিকে লিপ লাইনার দিয়ে আউটলাইন এঁকে নিয়ে লিপস্টিক পরব। মোটা ঠোঁটে গাঢ় রং-এর লিপস্টিক পরলে ঠোঁট ছোট ও পাতলা দেখায়। লিপস্টিক যাতে বেশিক্ষণ স্টে করে, তার জন্য প্রথমে এক কোট লাগিয়ে তার উপর টিসু চেপে রেখে আরও একবার লিপস্টিক লাগিয়ে নেব। লিপস্টিকের রং যেন অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই হয়। যদি সেই রং-এর লিপস্টিক না থাকে, তা হলে একটা ছোট্ট টোটকা বলে রাখি, প্রথমে যে কোনও রং-এর লিপস্টিক ঠোঁটে লাগিয়ে তার উপর যে রং-এর পোশাক পরব সেই রং-এর আইশ্যাডো লাগিয়ে নেব। ব্যস, আমিও পেয়ে যাব আমার মনের মতো রং-এর লিপস্টিক।