শীত অনেকেরই খুব প্রিয় ঋতু। তবে আমার খুব একটা ভালো লাগেনা। এর একটাই কারন এই সময় ত্বকের আর চুলের পেছনে অনেক বেশি সময় দিতে হয়। রুক্ষ এবং শুষ্ক আবাহাওয়া প্রভাব খুব বেশি ত্বকও চুলের উপরে পরে। তাই বাড়তি যত্নও নিতে হয়।
মাঝ রাতে বা সকালের দিকে আমার বেশ একটা শীতের অনুভূতি হয়। যদিও জাঁকিয়শীত পরতে এখনো অনেক সময় বাকি। তবুও মনে হল এখনই সঠিক সময় শীতের জন্য প্রস্তুতি নেবার, বিশেষ করে চুলের।একে তো চুল নিয়ে আমাদের হাজারো সমস্যাথাকে, তাই আগে থেকেই যদি এই টিপসগুলো ফলো করা যায়,তাহলে কিছুটা হলেও উপাকার পাওয়া যাবে। তাহলে চলুন ঝটপট করে দেখে নিই শীতে কীভাবে চুলের যত্ন নেবো।
শীতে চুলের তেল প্রয়োজন:
এই সময় চুলে তেল খুব প্রয়োজন। এতে চুলের আদ্রর্তা থাকবে। তাই যদি সম্ভব হয় সপ্তাহে অন্তত দু’দিন তেল হালকা গরম করে মাথায় লাগাবেন।
চুল ধোওয়ার সময় সাবধান:
আমি সারা বছরই সামান্য গরম জল ব্যবহার করি। কিন্তু শীত কালে একেবারেই না। কারন শীতকালে গরম জল চুলের ময়েশ্চার শুষে নেবে।
শ্যাম্পুর ক্ষেত্রে:
শীতকালে হালকা ধরনের শ্যাম্পু লাগাবেন। কারণ বেশি ক্ষারযুক্ত শ্যাম্পু চুলকে আরও রুক্ষ করে দেবে। অ্যান্টিফ্রিজ় শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এতে চুলে জট পড়বে না।
কন্ডিশনিং ভুলবে না:
সপ্তাহে যতবার শ্যাম্পু করবে, কন্ডিশনার লাগাতে ভুলবেন না। তেব এই ক্ষেত্রে যদি সম্ভব হয় ঘরে তৈরি কন্ডিশনার ব্যবহার করুন।
নো ড্রায়ার:
শ্যাম্পু করার পর, শীতকালে ড্রায়ার না ব্যবহার করাই ভাল। চেষ্টা করবেন চুল স্বাভাবিকভাবে শুকোতে।
সহজ কিছু টিপস
> ঠান্ডা হাওয়া দিতে শুরু করলে মাথায় টুপি পরবেন বা স্কার্ফ বাঁধবে। ঠাণ্ডা হাওয়া যেন সরাসরি চুলকে বা মাথায় না লাগে।
> চেষ্টা করবেন পুরো চুলে শ্যাম্পু না দিয়ে, শুধুমাত্র স্ক্যাল্পে শ্যাম্পু লাগাতে।
> নরম টুথব্রাশ দিয়ে চুলের গোড়ায় হেয়ার সিরাম লাগাবেন।
> ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগাবে। তারপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। এটি মাসে ২ বার করুন।
> শীতকালে হেনা বা মেহেন্দি করবেন না।
> খুশকির সমস্যা হলে লেবু ও মধু মিশিয়ে ৪ কি ৫ দিন অন্তর অন্তর লাগান।
এছাড়াও সন্দুর চুলের জন্য যত্নের পাশাপাশি প্রয়োজন সঠিক খাদ্যতালিকা। শীতের শাসকবজি তো আছেই। পাশাপাশি জল পান করুন প্রচুর পরিমাণে। চুলে হেয়ার স্প্রে ব্যবহারে সতর্ক থাকুন। গরম ড্রায়ার, আয়রন যথাসম্ভব কম ব্যবহার করুন।
take care
Facebook এর আমাদের সঙ্গে থাকুন।