এর আগের পোস্টে খুশকির সমস্যা
থেকে মুক্তি পাওয়া জন্য কিভাবে পাতিলেবুর খোসা
ব্যবহার করবেন, তার কয়েকটি টিপস সেয়ার করেছিলাম। যাদের সারা বছর
খুসকির সমস্যা রয়েছে বিশেষ করে শীতকালে তাদের জন্য আজ আরও কিছু টিপস রইল।
১। কিছুটা
মেথি
সারারাত
জলে
ভিজিয়ে
রেখে
দিন। পরের দিন সকালে সেটা পেস্ট
করে
নেবেন। পেস্টের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এই
পেস্ট
চুলের
স্ক্যাল্পে
লাগিয়ে
কিছুক্ষণ
রেখে
ভাল
করে
শ্যাম্পু
করে
নেবেন।
২। অ্যালোভেরা
জেল
চুলের
জন্য
খুব
উপকারি।
এটা
নানারকমের
ব্যাকটেরিয়াল
ও
ফাঙ্গাল
ইনফেকশন
দূর
করতে
সাহায্য
করে
এবং
খুসকির
থেকেও
মুক্তি
পাওয়া
যায়।
কিছুটা
অ্যালোভেরা
জেল
নিয়ে
স্ক্যাল্পে
লাগিয়ে
৩০
মিনিট
রেখে
ভাল
করে
শ্যাম্পু
করে
নেবেন।
সম্পাহে
দু’ থেকে
তিনবার
করলে
ভাল
ফল
পাবেন।
৩। নিমপাতা
জলে
৩০মিনিট
ফুটিয়ে
সেই
জল
ঠান্ডা
করে
নেবেন।
এর
পর
ফুটিয়ে
নেওয়া
নিমপাতা
ভাল
করে
পেস্ট
করে
চুলের
স্ক্যাল্পে
লাগিয়ে
কিছুক্ষণ
রেখে
দেবেন।
এর
পর
চুল
ধুয়ে
নেবেন।
টিপসগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন!
0 মন্তব্যসমূহ